স্টাফ রিপোর্ট:
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য সিলেটের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও র্যাব ৯ এর অধিনায়কের কাছে এসএমএস বার্তা পাঠিয়ে এ নির্দেশনা দেন।
এ ঘটনায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক এবং অমানবিক।
ধর্ষকদের অন্য কোন রাজনৈতিক পরিচয় নেই, এদের পরিচয় এরা অপরাধী। তিনি বলেন এদেরে গ্রেফতারে কোন ধরনের অবহেলা বরদাস্ত করা হবেনা। পররাষ্ট্রমন্ত্রী ধর্ষিতা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।