বিনোদন প্রতিদিন
যাত্রাটা বেশ দাপটের সঙ্গেই হয়েছিল। ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেন শবনম বুবলী। এরপর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেন এবং পাশাপাশি নিজেকে প্রমাণ করেন একজন দক্ষ অভিনেত্রী হিসেবে। শাকিব খানের বিপরীতে বুবলীর পাসওয়ার্ড সিনেমাটি ২০১৯ সালের একমাত্র ব্যবসা সফল সিনেমা ছিল।
এদিকে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও প্রথমবার তিনি শাকিবের বাইরে গিয়ে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ নামক সিনেমায় অভিনয় করেন। শাকিব খানের হাত ধরে সিনেমায় যে বুবলীর আত্মপ্রকাশ সে বুবলী যখন অন্য অভিনেতার সঙ্গে সিনেমায় কাজ করছে তখন সিনেমাপ্রেমীদের মাঝে গুঞ্জন ওঠে। বুবলী সে গুঞ্জনের সঠিক জবাব দেন তিনি জানান, অভিনয়ের জন্য যে কোনো অভিনেতার সঙ্গেই তিনি অভিনয় করবেন। জুটিবদ্ধ হয়ে অভিনয় করা বিষয়টাতে তিনি বিশ্বাস করেন না। চারদিকে থেকে ওঠা এ গুঞ্জন যখন কমে গেল ধীরে ধীরে, ঠিক তখনই শাকিব খানের সঙ্গে বীর সিনেমার অসমাপ্ত কাজ শেষ করতে শুটিংয়ে উপস্থিত হলেন। ভালোভাবেই শুটিং শেষ হলো। কিন্তু গুঞ্জন কি আর সহজে পিছু ছাড়ে!
শুটিং সেটে বুবলী কড়া নিরাপত্তায় শুটিং করছেন! এমন এক কথার আঘাতে আক্রান্ত হলেন শবনম বুবলী। কিন্তু সেসবে তোয়াক্কা না করে শুটিং শেষ করলেন। সিনেমা মুক্তি পেল গত ১৪ ফেব্রুয়ারি। তার আগে সিনেমার প্রমোশনাল কাজে কোথাও দেখা পাওয়া যায়নি ‘বীর’ সিনেমার এই অভিনেত্রীর। এমনকি ঢাকা ক্লাবে আয়োজিত সিনেমার সংবাদ সম্মেলনেও ছিলেন না তিনি। আরো গভীর সন্দেহ জন্মালো সিনেমা মহলের মানুষের মাঝে। কেন বুবলী সিনেমার প্রমোশনাল অনুষ্ঠানে নেই? এমন প্রশ্ন নিয়ে অনেকেই বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সবাইকে ব্যর্থ হতে হয়। বুবলীর খোঁজ নেই। সিনেমা মুক্তি পাওয়ার পরেও কোথাও নেই বুবলী!
এর মধ্যে শোনা যায় বুবলী মা হতে যাচ্ছেন। সিনেমার শুটিংয়ে কড়া নিরাপত্তায় শুটিং করা, সিনেমার প্রমোশনাল অনুষ্ঠানে উপস্থিত না থাকা এবং কারো সঙ্গেই যোগাযোগ না করা এসব থেকে একটি ধারণা জন্মায় মা হবেন বুবলী, তাই সবার থেকে নিজেকে লুকিয়ে রাখছেন। কিন্তু কে সেই সন্তানের বাবা? অনেকে বলেও দিয়েছেন, শাকিব খানের সন্তানের মা হচ্ছেন বুবলী। আবার এও শোনা যাচ্ছে, শাকিব খান টাকা দিয়ে বুবলীকে লন্ডন পাঠিয়েছে! এই যে এত এত কথা, এত এত গুঞ্জন তার জবাব কি বুবলী দিবেন? শেষমেশ দিলেনও। সম্প্রতি তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের পর নাগাল পাওয়া গেল তার। মেলার সঙ্গে আলাপচারিতায় বললেন, ‘আমি ঢাকাতের আছি, নিজের বাসায়। কাজ ছাড়া আমি সব সময় বাসাতেই থাকি। পর পর দুটি সিনেমার কাজ করে একটু ক্লান্ত। তাই নিজেকে সময় দিচ্ছি। তাছাড়া নতুন কিছু কাজ আছে, যার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু চারদিকে যা হচ্ছে তা দেখে এবং শুনে আমি সত্যি বিস্মিত! একজন মানুষের ব্যক্তিগত জীবন বলে কী কিছু নেই? যখন তখন কেউ কল করবে আর তার সঙ্গে কথা বলতে হবে? না বললেই রংবেরঙের মোড়কে নানা কথা সাজিয়ে বাজারে ছেড়ে দিতে হবে!’
‘বীর’ সিনেমার কয়েকটি দৃশ্যে আপনার শারীরিক কিছু পরিবর্তন দেখা গিয়েছে। সেটা নিয়ে সিনেমাপ্রেমীদের বক্তব্য, আপনি মা হচ্ছেন! বিষয়টি নিয়ে আপনি কী বলবেন? এমন প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেন শবনম বুবলী, ‘বীর সিনেমার জন্য কিছু ওজন বাড়াতে হয়েছিল। সিনেমায় আমার চরিত্রটি ছিল খুব সাধারণ একটি মেয়ে। আমরা যারা অভিনয় করি তাদের চরিত্রের জন্য ওজন বাড়ানো কমানো সবই করতে হয়। সব সময় শারীরিক গড়ন এক রকম থাকবে এটা আশা করাটা ঠিক নয়।’
সব গুঞ্জনের সেরা গুঞ্জন হয়ে ক্যারিয়ারের প্রথম থেকেই চর্চিত হয়েছে শাকিব- বুবলীর প্রেম কাহিনী। সে বিষয়ে শবনম বুবলীর সাধারণ জবাব। তিনি বলেন, ‘আমার সহ-অভিনেতা বা অভিনেত্রীদের সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক না থাকে তাহলে ভালো কাজ করা সম্ভব হয় না। সেক্ষত্রে শাকিব খানের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। শুধু শাকিব খান নয়, ক্যাসিনোতে কাজ করতে গিয়ে নিরবের সঙ্গেও আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। তাহলে কী বলবেন, বুবলীর সঙ্গে নিরবের প্রেম রয়েছে! বিষয়টা আসলে দৃষ্টিভঙ্গির। সিনেমাকে মানুষ নিজেদের মতো করে ভাবে। শাকিব খান আর আমার অভিনীত সিনেমাগুলোকেও মানুষ নিজেদের মতো করে ভেবেছে। আমাদের জুটিকে তাদের পছন্দ। তাই তারা তাদের মতো করে আমাদের সম্পর্ক গড়ে দিয়েছে। কিন্তু তাই বলে বাস্তবিকভাবে আমাদের সম্পর্ক হয়ে গেল? না, তেমন কিছু নয়।’
বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে এ মুহূর্তে তিনি তেমন কিছু বলেননি। তবে জানান যে, কাজ শুরু হলে জানানো হবে।