সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ চলতি নদিতে অবৈধ ভাবে বালুউত্তোলন ও বালু পরিবহণ করার কারনে ৮টি বালুভর্তি বাল্গহেডনৌকা আটক করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইলক্ষটাকা জরিমানা আদায় করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের বিত্তিতে শনিবার গভীররাতে অভিযান চালিয়ে ধোপপাজান চলতি নদি থেকে বালুভর্তি ৮টি বাল্কহেড নৌকা কে আটক করা হয়। আটকের সত্যতা স্বীকার করে বিশ্বম্ভপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন জানান ধোপাজান চলতিনদীতে বালুপাথর উত্তোলন বন্ধ থাকায় কতিপয় কিছু অসাধুব্যাক্তি রাতের আঁধারে অবৈধভাবে বালুউত্তোলন করে তাদের বিরোদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে, এসব অবৈধবালু উত্তোলন কারিদের তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরুধ জানান।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালুউত্তোলনের বালু পরিবহনের জন্য ৮টি বাল্কহেড নৌকাকে দুইলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ এই জরিমানা আদায় করেন।