শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট নগরীর নিরাময় ক্লিনিকের সামনে থেকে ছিনতাই মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (১৬ আগস্ট) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমপির কোতয়ালী থানাধীন নিরাময় ক্লিনিকের সামনে থেকে ছিনতাই মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল্লাহ (৩০)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ নগরীর শেখঘাট উত্তরণ ৮৩ এর বাসিন্দা আব্দুল বাতেন বাবুলের ছেলে।র্যাব জানায়, আব্দুল্লাহকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।