শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট নগরীতে দুর্বৃত্তদের হাতে মনিরু ইসলাম (৪১) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশে এই ঘটনা ঘটে।
নিহত মনিরু ইসলাম নগরীর খাসদবির ওয়ার্কশপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।রাত ১১টায় এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির সিলেটটুডেকে এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে।