স্টাফ রিপোর্ট:
সিলেট সিটিতে স্থাপিত ১২৬টি WIFI Access Point (AP) সমৃদ্ধ ফ্রি ওয়াইফাই জোন (SSID-Digital Bangladesh P/W: joybangla) সিলেট সিটি কর্পোরেশন (এসসিসি) এর নিকট হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
উপস্থিত ছিলেন- ‘ডিজিটাল সিলেট সিটি প্রকল্প’ এর প্রকল্প পরিচালক মহিদুর রহমান খান, উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ।
আরো উপস্থিত ছিলেন- এসসিসির সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, বিসিসি সিলেটের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, ইনফোসরকার-৩ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট মনিরুজ্জামান তনু, ভেন্ডর প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্কের’ কর্মকর্তাবৃন্দ সহ এসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় থেকে নগরবাসীকে ফ্রি ওয়াইফাই ব্যবহারের অনুরোধ জানানো হয়।