প্রতিদিন ডেস্ক
অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার পরিবেশনের দায়ে নগরীর ৩ টি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকেল ৫ টায় নগরীর লালদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে দিল্লি রেস্টুরেন্ট, ইউসুফ রেস্টুরেন্ট ও শামীম রেস্টুরেন্টকে উপরোল্লেখিত অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন- জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্ধু সরকার ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।