শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. নুর উদ্দিন (২৫) কানাইঘাটের মালিগ্রাম গ্রামের মো. শফিকুল হকের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, র্যাবের একটি আভিযানিক দল মেজর মো. মঈনুল ইসলাম ও সিনিয়র এএসপি লুৎফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে সোবহানীঘাট এলাকার হাজী সোনাই মিয়া কমপ্লেক্সের মেসার্স সুগন্ধা পার্সেল সার্ভিস নামক প্রতিষ্ঠানের সামনে থেকে নুর উদ্দিনকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি কাভার্ডভ্যানসহ ১৯২৫ পিস স্কিন সানলাইট, ৪১৭০ পিস মাইফেয়ার ক্রিম, ১৬৫৫০ পিস বেটনোভেট-এন, ৩৭৮০ পিস উড ওয়ার্ডস জব্দ করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।
তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে নুর উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আলামতসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।