বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন


নগরীর হাউজিং এস্টেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নগরীর হাউজিং এস্টেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় কার ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় আহত সাব্বির আহমদ নামের মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর গুরুতর অবস্থায় সাব্বিরকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সাব্বির আহমদ নিহত সাব্বির আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে ও তিনি মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন রাজু আহমকদ নামের আরেক মোটরসাইকেল আরোহী।

নিহতের স্বজনরা জানান, সাব্বির আহমদ তার বোনের বাসা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় আম্বরখানার উদ্দেশ্যে। এ সময় ওই এলাকার ৫ নং লেকে দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বাবুল জানান, বিষয়টি আম্বরখানা থানার অফিসার ইনচার্জ তদন্ত করছেন


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin