নগরীর বন্দরবাজারস্থ আজাদ হোটেল থেকে অসামাজিকতার দায়ে ২ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১০ টার দিকে তাদেরকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসআই মো. ইবাদুল্লাহ জানতে পারেন যে, তারা অনেকদিন যাবৎ সিলেট শহরের বিভিন্ন আবাসিক হোটেল গোপনে দেহ ব্যবসা করে আসছিল।
আটককৃতরা হচ্ছে-কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের আহাদ মিয়ার কন্যা রোকসানা আক্তার (২৬), পটুয়াখালি সদর থানার উচ্চগ্রামের মো. সেলিম মিয়ার কন্যা সাথী বেগম (২৫) ও ওসমানীনগর থানার রবিদশ গ্রামের মৃত মাদাই দাসের পুত্র রিংকু দাস (২৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা হোটেলে অভিযান চালাই। সেখান থেকে ৩ জনকে আটক করি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।