শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন


নজর :মো.মিজাহারুল ইসলাম

নজর :মো.মিজাহারুল ইসলাম


শেয়ার বোতাম এখানে

 

কাজলা চোখের একটি পলক- একটুখানি নজর
বুকে তুলে প্রেমের তুফান- উথলে ওঠে ঝড়।

ওষ্ঠে হাসে পূর্ণিমা চাঁদ- স্পষ্ট মায়া ফাঁদ
ব্যক্ত করে অব্যক্ত প্রেম- প্রেমের অনুবাদ।

অবুঝ প্রেমে লাজুক এ মন- উজান তরী বা’য়
গোপন চেষ্টায় বুকের তেষ্টা- সামলে রাখা দায়।

শ্যামল দেহে কোমল হৃদয় মুখ তবুও নির্বাক
জোয়ার এসে উপচে পানি খাচ্ছে যে ঘুরপাক।

ঘুরপাক দিনরাত প্রেমের বরাত- শুধুই প্রলোভন!
ভুলে যায় ঠিকানা চেনা-অচেনা- নেশাখোর মন।

 


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin