শুভ প্রতিদিন ডেস্ক:
ইস্ট লন্ডনের পুরাতন লন্ডন হসপিটালের হোয়াইট চ্যাপেলে এলাকায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সর্বস্তরের জনগনের সুবিধার্থে নির্মানাধীন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের কাজের অগ্রগতি দেখতে বিল্ডিং পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ও তাঁর টিম। এসময় মেয়র কাজের অগ্রগতির খবর নেন।
জানা যায়, নতুন টাউন হলের কাজ দ্রূত গতিতে এগিয়ে চলছে। পুরাতন হাসপাতাল ভবন সংস্কার ও আধুনিক সাজে সজ্জিত করা ছাড়াও পেছনে একটি তিন তলা ভবন ও ছয় তলা ভবন নির্মান করা হয়েছে। তিন তলা ভবনে কাউন্সিল চেম্বার, মেয়র ও ডেপুটি মেয়রের অফিস, স্পিকারের অফিস সহ বিভিন্ন স্টাফদের অফিস থাকবে।
নতুন টাউন হল ভবন পরিদর্শন শেষে মেয়র লুৎফুর রহমান বলেন, চমৎকার একটি নতুন টাউন হল ভবনে টাওয়ার হ্যামলেটসের জনগণ সেবা খুব শীঘ্র্রই পেতে যাচ্ছেন। আমি বিশ্বাস করি যে এটি সেই একই বিল্ডিং যা আমরা সেই আমরা কয়েক বছর আগে কিনেছিলাম। আমি আনন্দিত যে, টাওয়ার হ্যামলেটের লোকেদের একটি চমৎকার কেন্দ্রীয় টাউন হল থাকবে যাকে তারা সত্যিকার অর্থে তাদের নিজেদের বলতে পারবেন।
উল্লেখ্য, মেয়র লুৎফুর রহমান নতুন ভবনের জায়গা ও বিল্ডিং ২০১৫ সালে ক্রয় করেছিলেন। আগামী আগষ্ট মাসে শেষ হওয়ার সম্ভাবনা। এ বছরের ডিসেম্বর মাসে নতুন টাউন হলে কাউন্সিলের অফিস ট্রান্সফার হওয়ার আশা করা যাচ্ছে।