শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ।
শনিবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট ৩ আসনের ভোটার প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা রয়েছে।
তিনি বলেন, মানুষের এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে- শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তিনি আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করায় সিলেট ৩ আসনের ভোটারদের অভিনন্দন ও কৃতঞ্জতা জানান।