রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন


নবীগঞ্জে দু’গ্রপের সংঘর্ষে রণক্ষেত্র : আহত শতাধিক

নবীগঞ্জে দু’গ্রপের সংঘর্ষে রণক্ষেত্র : আহত শতাধিক


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখার জের ধরে দুগ্র“পের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষ এড়াতে ইমামবাড়ি বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সোমবার বিকেলে ৪ টার দিকে উপজেলার ইমামবাড়ি বাজারে এঘটনা ঘটে। সূত্র জানা যায়, বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে লহরজপুর গ্রামের ট্রাক চালক নজরুল ইসলাম রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখেন। এর ফলে সেসময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় যানজট সৃষ্টি হয়। এসময় পুরানগাঁও গ্রামের মোটর সাইকেল আরোহী অপু আহমেদ ট্রাক চালক নজরুল ইসলামের কাছে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চান। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিত­ার এক পর্যায়ে ট্রাক চালক নজরুল ও অপুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনার খবর পেয়ে বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লহরজপুর, শ্রীমতপুর, তাজপুর, বড় আবদার লোকজনের সঙ্গে পুরানগাও গ্রামের লোকজনের সংঘর্ষের সৃষ্টি হয়।

 

এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ও প্রচুর পরিমানে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে । এসময় বাজারের দোকানপাঠ বন্ধ করে রাখা হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে শতশত যানবাহন রাস্তার উভয় পাশে আটকা পড়ে।

 

খবর পেয়ে খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীরসহ কারে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সংর্ঘের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin