শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন


নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের ১ বছরের কারাদণ্ড

নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের ১ বছরের কারাদণ্ড


শেয়ার বোতাম এখানে

নবীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করায় সুমন আহমদ (২৮) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত সুমন আহমদ (২৮) উপজেলার ৩ নম্বর ইনাতগঞ্জ ইউনিয়নে কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে।জানা গেছে, নেশার টাকার জন্য সুমন প্রায়ই মা বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বাড়িঘর ভাঙচুর করতো।

এ বিষয়ে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ ছিল। বৃহস্পতিবার একই অপরাধ করায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin