বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন


নবীগঞ্জে রুহেলকে নির্মম্ভাবে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

নবীগঞ্জে রুহেলকে নির্মম্ভাবে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্টার :

নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা ফতেহপুর গ্রামের রুবেল আহমেদ রুহেলকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নয়মৌজাবাসীর উদ্যোগে (৩ জুন) সোমবার বিকেল ৪ টার সময় ঘোলডুবা বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালনা করা হয়।
ঘোলডুবা বাজার কমিঠির সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন কারি জসিম উদ্দিন, হাফেজ সাইফুর রহমান, ও রুবেল আহমদ রুহেল এর ভাই রাসেল আহমদ

এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আকলুছ মিয়া, মো. নুরুজ্জামান ; যুবকদের মধ্যে ছিলেন- এলেমান মিয়া, মনছুর আহমদ, প্রিন্স আহমদ, সোহেল আহমদ, মহন মিয়া, তাজুল হক, সায়েদ আহমদ, রুমান মিয়া, মাছুম আহমদ, জনি আহমদ, জীবন আহমেদ, মাহমুদ ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা উল্লেখিত রুবেল আহমেদ রুহেল হত্যা কান্ডের সুষ্ট তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড না ঘটার জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin