বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন


নাদেলের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের তদন্ত সম্পন্ন

নাদেলের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের তদন্ত সম্পন্ন


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক: সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার তদন্ত সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. তাহমিদুল ইসলাম। তদন্ত সম্পন্ন করে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদনও জমা দেয়া হয়েছে।

 

এর আগে গত ৫ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার কর্তৃক শফিউল আলম চৌধুরী নাদেলের বিরুদ্ধে বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ কোটি টাকা আত্মসাতের বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয়। বিভাগীয় কমিশনারের পক্ষে সহকারী কমিশনার অনুপমা দাস স্বাক্ষরিত পত্রে তদন্তের দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক)।

 

ওই পত্রে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) ১০ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিদুল ইসলাম।
এ ব্যাপারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. তাহমিদুল ইসলাম বলেন, ‘তদন্ত সম্পন্ন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে প্রতিবেদনও জমা দেয়া হয়েছে।’


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin