বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন


নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি:

নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

নেতাকর্মীরা হলেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ছাদিকুর রহমান শিশু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুজ্জামান রুহেল, দেবপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বকুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জামিল আহমেদ।

২০২২ সালের ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশের আগে নবীগঞ্জ পৌর সভার ছালামতপুর এলাকার হাজারী কমিউনিটি সেন্টারের পাশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে নবীগঞ্জ থানার এসআই গৌতম সরকার বাদী হয়ে মামলা করেন। এতে ৩৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়।

বুধবার দুপুরে ওই মামলায় হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin