শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন


না ফেরার দেশে চলে গেলেন বিশ্বনাথ উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান

না ফেরার দেশে চলে গেলেন বিশ্বনাথ উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
না ফেরার দেশে চলে গেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ্ব পংকি খান (৮০)।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার জাহারগাও গ্রামের মৃত হাছন খানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলার সর্বত্র বইছে শোকের ছায়া।

আগামীকাল রোববার বেলা ২টায় বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রায় ১০/১২দিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি হন।

পংকি খানের এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেলসহ বিশিষ্টজনেরা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin