নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ডাক্তারের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস ডাক্তারি পাস করেছিলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকালে তিনি মারা যান। মৃত চিকিবৎসকের নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন। তিনি স্থানীয় নর্থ সেন্ট্রাল ব্রোন্স হাসপাতালে মারা গেছেন।
মোহাম্মদ ইফতেখার উদ্দিন সেখানে এনওয়াইসি ডিপার্টমেন্ট অব হেলথের একজন নামকরা চিকিৎসক ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন।