প্রতিদিন ডেস্ক: নিখোঁজ হওয়ার ১৮ মাস পর মাটি খুঁড়ে উঠানো হলো যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুরের মরদেহ। রোববার সুনামগঞ্জ আদালতের নির্দেশে সিলেটের জৈন্তাপুর মোকামের টিলা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিলের উপস্থিতিতে মরদেহের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। গফুর জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা। ২০১৭ সালের ৮ মে দেশে ফিরে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নিখোঁজের ঘটনায় জিডির সূত্র ধরে গত ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জৈন্তাপুর থেকে খুনের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন।
আটককৃতরা হলেন-জগন্নাথপুরের বাসিন্দা জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের অফিস সহায়ক আবুল কালাম আজাদ (৫২), তার জামাতা আনোয়ার হোসেন (৩০) ও জৈন্তাপুর মোকামেরটিলা গ্রামের জুনাব আলী (৪২)।
তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিনজনেই নিজেদের জড়িয়ে খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তাদের দেয়া তথ্যে গফুরের মরদেহের সন্ধান পায় পুলিশ। মরদেহের কঙ্কালসার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।