শুভ প্রতিদিন ডেস্ক:
রাজধানীর রায়েরবাজার এলাকার বাসায় সাংবাদিক সোহানা পারভীন তুলির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্টদের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তুলি সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে জ্যেষ্ঠ সহ-সম্পাদক ছিলেন।
দুই বছর আগে সেই চাকরি ছাড়েন তিনি। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ ও আমাদের সময়েও কাজ করেন।হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, রায়েরবাজারের শেরেবাংলা রোডের ২৯৯/৫ নম্বর ভবনের দোতলায় থাকতেন সোহানা পারভীন। অদূরে এক মেসে থাকেন তার ছোট ভাই মোহাইমিনুল ইসলাম। তিনি মাঝে মধ্যে বোনের সঙ্গে থাকতেন।
আজ বোনের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। তবে পুলিশ পৌঁছার আগেই তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহানার ঝুলন্ত নিথর দেহ পাওয়া যায়।ওসি বলেন, সোহানা পারভীন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও এখনও এর কারণ জানা যায়নি।