স্টাফ রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে গণসংযোগ করেছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর শেখঘাট, লামাবাজার, রিকাবীবাজার, ভাতালিয়া এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের কাছে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন এবং নৌকা মার্কায় ভোট চান। গণসংযোগকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শিতায় বর্হিবিশ্বে বাংলাদেশ আজ রুলমডেল, তাই প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করুন। গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কায়েছ আহমেদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।