*******************
সাংস্কৃতিক ছায়াপথে কোথা থেকে নিলে,
পান্তা ইলিশে মুর্ছিত– বাঙাল সমাজ;
দেশজুড়ে কাঁহাতক অর্ঘ্য জুড়ে দিলে
অনাহারী মাতা ভগ্নী, ক্ষুধা মুখে লাজ;
ঐতিহ্য বিস্মৃিত হয়ে অসত্য মিছিলে–
দেশে দশে ভরপুর নষ্ট রেওয়াজ;
কী সাম্প্রদায়িক বিষ! খায় শুষে, গিলে;
বড় কষ্ট! বড় জ্বালা! হে রাজাধিরাজ!
মঙ্গল শোভাযাত্রা’য় অকল্যাণী ছবি,
পেঁচা সর্প হস্তী নিয়ে– শাসন নিগ্রহ,
তিমির রজনি শেষে ওঠে যবে রবি
কেমনে করিব ব্যক্ত– বহুত্ব আবহ!
গর্দানে বসিছে চেপে, প্রেয়সী ভৈরবী;
সদন মনন আঁখে– বিষাদ বিগ্রহ!