প্রবাস ডেস্ক:
পপলার ক্যারম একাডেমির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জানুয়ারি) রাত ১০টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেট’স এর সাবেক স্পিকার আহবাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউন্ডেক ক্যারম ক্লাব ইউকের সত্ত্বাধিকারী আব্দুর রহমান খান সুজা।
ক্যারম খেলোয়াড় আব্দুল হান্নানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনোহর আলী রিংকু, সেলিম উদ্দিন চাকলাদার, কর্নেল আবেদীন, আব্দুল আহাদ, এম এ খান ফাউন্ডেশন ইউকের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাঈদ মনাক।
এসময় উপস্থিত ছিলেন ক্যারম খেলোয়াড় মুমিনুর রহমান চৌধুরী লিজু, জুনেদ আহমদ জয়, হোসেন আহমদ, সুয়েব আহমদ, সমন আহমদ।
অনুষ্ঠানে অতিথিরা ক্যারম একাডেমির সাফল্য কামনা করেন।