প্রতিদিন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তাঁর কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সম্পাদিত ‘‘ভাষণসমগ্র, শেখ মুজিবুর রহমান’’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১১৮ টি ভাষণ লিপিবদ্ধ করা হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারুলিপি প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রকাশক হুমায়ুন কবির।
বইটির ভূমিকাতে শেখ হাসিনা উল্লেখ করেন, বিশ্বের বিখ্যাত যত ভাষণ বিশ্বনেতারা দিয়েছেন, সবই ছিল লিখিত, পূর্ব প্রস্তÍুতকৃত ভাষণ। আর ৭মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুর সকল ভাষণই ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, উপস্থিত বক্তৃতা। তাঁর ভাষণ ছিল একজন নেতার দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা ও আগামী দিনের কর্মপরিকল্পনা। একটা যুদ্ধের প্রস্তুতি। যে যুদ্ধ এনে দিয়েছে বিজয়। বিজয়ের রূপরেখা ছিল এসব বক্তৃতায়- যা সাত কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিল।
ড. মোমেন রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে-বঙ্গবন্ধু ও বাংলাদেশ, টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, বাংলাদেশের স্বাধীনতা:প্রত্যাশা ও প্রাপ্তি,