পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দুই দিনের জন্য সিলেট সফরে আসছেন আজ শুক্রবার। এ দিন বেলা পৌনে ১২টার দিকে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
শুক্রবার বিকাল সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন তিনি। এ দিন নর্থ ইস্ট ইউনিভার্সিটি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেনে পররাষ্ট্রমন্ত্রী। আগামী শনিবার সকাল রিকাবিবাজারে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় উপস্থিত থাকবেন ড. মোমেন। শনিবার সোয়া ১২টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন সিলেট-১ আসনের এই সাংসদ।