স্টাফ রিপোর্ট:
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন।
আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলাম। সেখানে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলাম। প্রবাসের মাটিতে কিভাবে বাংলাদেশীদের ইউনিটি তৈরী করা যায় তা নিয়ে সেখানে কাজ করেছি। কিভাবে প্রবাসের মাটিতে বাংলাদেশী কমিউনিটিকে প্রতিষ্ঠিত করা যায় এ নিয়ে সেখানে আমি সক্রিয় ছিলাম। প্রবাসের মানুষের জীবন যাত্রার মান খুব কাছ থেকে দেখেছি। সেই ধারায় গোলাপগঞ্জবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক মূলবোধ বৃদ্ধি, সমাজের অবক্ষয় রোধ, সমস্যাগুলো উপলব্ধি করে তার সমাধান করে গোলাপগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। পরিকল্পিত ভাবে উপজেলার মানুষের জীবন মানের পরিবর্তন করতে কাজ করাই আমার মূল লক্ষ।
তিনি শনিবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথাগুকো বলেন।
এসময় তিনি বলেন, উপ-নির্বাচনটি আমাদের জন্য অনাকিঙ্খত একটি নির্বাচন। আমার ভাই এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে এ নির্বাচনটি অনুষ্টিত হচ্ছে। সাধারণ মানুষের চাওয়া ও দলের সহযোগিতায় নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চাই। দল আমাকে মূল্যায়ন করে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছে। আমি নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও সবার সহযোগিতায় বিজয়ী হয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়ন করতে চাই।
এলিম চৌধুরী বলেন, সমাজ ও দেশের উন্নয়নে যুব সমাজ বিরাট ভুূমিকা পালন করে। তাই কোন শিক্ষার্থী যাতে পড়ালেখা শেষ করে বেকার না থাকে সে লক্ষ্যে আমি কাজ করে যাব। প্রথমেই তাদের কর্মমূখী করে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সবার মনের ভিতরের শক্তিকে জাগিয়ে চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সবাইকে সাথে নিয়ে গোলাপগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই। সে জন্য দরকার সবার আন্তরিক প্রচেষ্টা। তিনি গোলাপগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, ভোট আপনাদের নাগরিক অধিকার। এই অধিকার আগামী ১৫জুন আমার পক্ষে প্রয়োগের মাধ্যমে আপনাদের খেতমত করার সুযোগ দিবেন। গোলাপগঞ্জের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি নৌকার পক্ষে রায় দেয়ায় আহবান জানান।
মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।