সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ন


পরিবারের কাছে মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে দিলো পুলিশ

পরিবারের কাছে মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে দিলো পুলিশ


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
মা-বাবার সঙ্গে রাগ করে ১৩ বছর বয়েসি মো. আশরাফুল ইসলাম বিজয় চলে এসেছিলো সিলেটে। কিন্তু অচেনা এই শহরে এসে মধ্যরাতে রাস্তায় বসে কাঁদতে থাকে সে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে তাকে একা একা কাঁদতে দেখে টহলরত পুলিশ।

পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আশরাফুল জানায়, সে হবিগঞ্জ জেলার সদর থানার রতনপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে বলে পুলিশকে জানায় আশরাফুল।

পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশরাফুলকে মঙ্গলবার (১০ মে) দুপুরে তার চাচা মো. শফিকুল ইসলাম কামালের কাছে হস্তান্তর করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin