সিলেট সিটি কর্পোরেশনে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে। প্রতিবারের মত সিসিক এবারও বছরের নতুন সূর্যকে বরণ করতে পহেলা বৈশাখ সকাল ৯ টায় নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করবে।
এছাড়া সকাল ১০ টায় নগর ভবনে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ থেকে সপ্তাহ ব্যাপী ঐতিহাসিক সারদা হলের সামনে শুরু হবে বৈশাখী মেলা।
এসব অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সকল অনুষ্ঠানে আপনাকে উপস্হিতি থাকতে অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।