পহেলা বৈশাখ এবং নুসরাত
———————-
এক অভিন্ন সময়,
মেয়েটা কয়েকদিন স্কুলে যায় না
কারো সাথে কথা বলেনা
হাসেনা, দৌড়ায় না,
পহেলা বৈশাখে মেয়েটি সাজ করতো
লাল সাদা মিশেলের রঙিন শাড়ি পরতো
হাত ভর্তি রেশমী চুড়ির রিনিঝিনিতে
কপালে লাল টিপ, হাসতো খিলখিলিয়ে৷
কেবল মেয়ে হয়ে জন্মেছে বলে
কেবল নারী হয়ে বেড়ে উঠছিল বলে
এই চৈত্রে ….
জীবন থেকে হারিয়ে গেল সব বৈশাখ৷
নুসরাত এখন কেবল একটি প্রতীক,
একটি শ্লোগান
একটি প্রতিবাদ
নুসরাত সাদা বিছানায় , সাদা ব্যান্ডেজে আদ্যপ্রান্ত মোড়ানো এক গাঢ় লাল রক্ত পিন্ডের নাম৷
একজন নয়,
সমাজের চিপা অলিগলিতে,
রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে আছে হাজারো শিশ্নধারী,
যে কোন সময় তাদের সর্প জিহ্বা লকলকিয়ে ওঠে,
আজ নুসরাত কাল ইশরাত পরশু ……!
চলমান ঘটনা, হয়ত বলে কিছু নেই৷
যতক্ষন নুসরাতের শরীরে রঙিন জামা নেই, রঙিন শাড়ি নেই,
ততদিন বৈশাখ উদযাপন নয়
লাল সাদার রসিকতা বন্ধ হোক,
নুসরাত আমাদের ঘরে ঘরে আছে
নুসরাত আমাদের সন্তান