পুরনো বছরের দিন গুলোর
স্মৃতির অবসান ঘটিয়ে,
সকল মানুষে বরণ করে
নতুন বছরের আগমন দিয়ে।
.
সকল মানুষের মন থাকে
আনন্দে ভরা উল্লাস,
নতুন বছরের সূচনা দিয়ে
গায়ে লাগে গ্রীষ্ম ঋতুর আবাস।
.
নতুন বছরের আগমন পেয়ে
বাঙ্গালীর ঘরে থাকে আনন্দের তুফান,
ধান কাঠার উৎসব থাকে
কৃষকের ঘরে প্রবহমান।
.
বাঙ্গালীর ঐতিহ্য খাবার ইলিশ ও পান্তা ভাত
সেই দিন থাকে সকলের ঘরে,
ইলিশ পান্তার মজা পেয়ে
সকল বাঙ্গালীর মন ভরে।