আন্তর্জাতিক ডেস্ক:
অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে শাহবাজ শরীফ ও শাহ মাহমুদ কুরেশির মনোনয়নপত্র গৃহীত হয়েছে।পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ তার প্রতিদ্বন্দ্বী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট কুরেশির থেকে এগিয়ে আছেন।
কেননা, বিরোধীদের অনাস্থায় পিটিআই’কে ক্ষমতার দৃশ্যপট থেকে সরে যেতে হয়েছে। অন্যদিকে, বিরোধী জোটের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ।
আজ সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন। তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।এ দিকে, ক্ষমতাচ্যুত পিটিআই’র আইনপ্রণেতারা পার্লামেন্টের জাতীয় পরিষদ থেকে গণ-পদত্যাগের বিষয়ে দ্বিধাবিভক্ত রয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ইমরান খান আজ স্থানীয় সময় দুপুর ১২টায় পার্লামেন্ট হাউসে পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছেন।
সে বৈঠকে পিটিআই নেতা কোরেশিরও ভাগ্য নির্ধারিত হবে। কেননা, পিটিআই’র আইনপ্রণেতা হিসেবে তিনি পদত্যাগ করবেন কিনা বা প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত সেই বৈঠক থেকে আসতে পারে।প্রতিবেদনে বলা হয়, ইমরানের দল যে সিদ্ধান্তই নিক না কেন তা বিরোধী জোটের নেতা শাহবাজের প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে কোনো প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না।