শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন


পাতাল পথ: নাসিমা হক মুক্তা

পাতাল পথ: নাসিমা হক মুক্তা


শেয়ার বোতাম এখানে

 

টান টান কিছু সুরা
গলা ধরে নামতে নামতে
লজ্জা লাল হলো-
চোখের পর্দায় ধোঁয়া উড্ডীন সোহাগ
পান করতে করতে ফজর
তাই লোকজনের আনাগোনার পিনপতনে
ভারী এক জলজ রাশি
কী যে এক নির্মলতা দান করে।

অসম্ভব ভালোলাগার গা- গতর
শিহরণ জাগায় কলাবতী গাছে;
ডালপালা ছড়িয়ে
পাতার উপর পাতার, ডালের উপর ডাল
পরস্পর আলিঙ্গনে বসে প্রজাপতি
আরামে আয়েসে – খায়েশ মেঠায়
লাল ঝুঁটির মোরগ।

জলসাঘরে ভ্রমণ করে পাতালপথ।।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin