রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন


পুরোনো আসনটিও ফসকে গেল রাহুলের

পুরোনো আসনটিও ফসকে গেল রাহুলের


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে শুরু থেকেই সার্বিকভাবে পিছিয়েই আছে প্রধান বিরোধীদল কংগ্রেস।  গতবারের নির্বাচনগুলোর চেয়ে এবার আসন বাড়ার ইঙ্গিত মিললেও ভোট গণনায় ভরাডুবির পথে দলটি। এক্ষেত্রে প্রথমেই আছেন খোদ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।  নিজের দীর্ঘদিনের আসন উত্তর প্রদেশের আমেথিতে মোদির বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে বড় ব্যবধানে হারতে চলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ভোট গণনার শুরু থেকেই বিরোধী দলগুলোর চেয়ে কয়েকধাপ এগিয়ে আছেন বিজেপি। তবে আমেথি আসনে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।  কিন্তু এই পর্যায়ে এসে রাহুলের চেয়ে ৬ হাজারের অধিক ভোটে এগিয়ে গেছেন স্মৃতি ইরানি।  ফলে আসনটিতে ৩৪ হাজার ৬৭৭ ভোট পেয়ে (৫১ শতাংশ) জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন স্মৃতি।  অন্যদিকে ২৮ হাজার ৩৭৭ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে নিজের এত পুরোনো আসন থেকে ফসকে যাওয়ার আশংকায় আছেন কংগ্রেস নেতা।
এবার নির্বাচনে প্রথমবারের মতো দুটি আসনে লড়ছেন রাহুল।  তার অপর আসন কেরালার ওয়ানদ।  এখানে কংগ্রেস প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক লাখ বেশি ভোট পেয়ে প্রথম থেকেই এগিয়ে আছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক গণনায়, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৩৯ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ।  এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯১ আসনে।  অন্যান্য দলগুলোর অবস্থান ১১২।  উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখনও শক্ত অবস্থান তৃণমূল কংগ্রেসের। সরকার গঠন করতে একটি দলকে কমপক্ষে ২৭২টি আসন পেতে হবে।
১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪২টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin