স্টাফ রিপোর্ট:
প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির কাউন্সিল প্রেসিডেন্ট হলেন সিলেটের বিয়ানীবাজারের সন্তান কাউন্সিলম্যান শাহিন খালেক। শুক্রবার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি কাউন্সিল প্রেসিডেন্ট নির্বাচিত হন।
শাহিন খালেকের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলিনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে।
কাউন্সিল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শাহিন খালেক সকল কাউন্সিলম্যান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যাতে এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।