নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির পার্ক এন্ড রিক্রিয়েশনের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দ্বীপ্ত রায়। তিনি গত সোমবার শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নিয়েছেন।
সিটি হলের মেয়রের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দ্বীপ্ত রায়-কে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈয়া। এ সময় সেখানে দ্বীপ্ত রায়ের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শাহীন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সিটির প্ল্যানিং বোর্ডের কমিশনার ইমরান হোসাইন, বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট দর্পন কান্তি দে, অলক চ্যাটার্জি, সাংস্কৃতিক সম্পাদক অপুর্ব অপু, প্যাটারসন সিটি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজু খান, আশিষ চৌধুরী, রাম্মী আবেদিন, নাজমা হোসাইন, মৌমিতা দে, শিউলী বৈদ্যসহ সিটির অন্যান্য কাউন্সিলম্যান, কমিশনার এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিশনার দ্বীপ্ত রায় প্যাটারসনের বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ হরেকৃষ্ণ রায় এবং অনিমা রায় দম্পতির ১ম সন্তান। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ পৌর এলাকার নতুনপাড়ায়।
উল্লেখ্য যে দ্বীপ্ত রায়- যিনি ২য় বাংলাদেশী আমেরিকান হিসাবে আগামী ৪ বৎসর সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ পার্ক এন্ড রিক্রিয়েশনের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন।