বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন


প্রচারণার অভাবে আমাদের পর্যটন খাতঅনেক পিছিয়ে আছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রচারণার অভাবে আমাদের পর্যটন খাতঅনেক পিছিয়ে আছে : পররাষ্ট্রমন্ত্রী


শেয়ার বোতাম এখানে

বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করে দুই দিনের সফর শেষে বৈচিত্রময় অভিজ্ঞতা নিয়ে শনিবার বিকেলে ঢাকায় ফিরে গেছেন ৩৫ দেশের কুটনৈতিক ৭ উন্নয়ন সহযোগীরা। এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে এ আবদুল মোমেন।

সফরকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন সিলেটের শ্রীমঙ্গল বাংলাদেশর একটি অনন্য সুন্দর এলাকা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়ের আমন্ত্রণে এ কুটনৈতিক সফরে তিনি খুবই আনন্দিত। এ সফরের সময়টি ছিলো তার জন্য দারুণ একটি মুহুর্ত। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও এখানকার মানুষের আতিথেয়তা এবং এ অঞ্চলের অধিবাসীদের বৈচিত্রময় সংস্কৃতি সত্যি উপভোগ্য। তিনি আরো জানান, এই এলাকায় এসে বাংলাদেশের প্রাণ প্রকৃতি ও কৃষ্ঠির সাথে পরিচয়ের অভিজ্ঞতা ও সুখ স্মৃতি নিয়ে ফিরছি।

এ সময় শ্রীমঙ্গলের সুন্দর্য উপভোগ করে ভারতের রাষ্ট্রদুত রিভা গাঙ্গুলী দাশ বলেন, পুরো ভ্রমনটিই ছিলো আনন্দমুখর। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিতে যে অপরুপ বৈচিত্রময়তা রয়েছে এখানে এসে তা খুব কাছ থেকে অনুভব করলাম। তিনি বলেন, আমরা ভারতীয়রা এমনিতেই মনিপুরি নৃত্য ও সংস্কৃতির সাথে বেশ পরিচিত তবে এখানে এসে এ এলাকার মনিপুরিদের সমৃদ্ধ সংস্কৃতি দেখে তিনি অভিভুত হন। এ সময় তিনি শ্রীমঙ্গল রামনগর মনিপুরি পাড়ায় রমেশ রাম গৌঢ় এর আবিস্কৃত ৭ স্তরের চা পান করেও বেশ তৃপ্তিবোধ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন এমপি বলেন, পর্যটন খাত থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। কিন্তু বাংলাদেশে সে সব দেশের চেয়ে আরও আকর্ষনীয় হওয়ার পরও এ খ্যাত থেকে আমাদের আয় জিডিপির ০.৫ পার্সেন। প্রচারণার অভাবে আমাদের পর্যটন খাত অনেক পিছিয়ে আছে। শ্রীমঙ্গলের মতো একটি অপূর্ব সুন্দর জায়গায় পর্যটকদের জন্য আর্কষনীয় প্রাকৃতিক পরিবেশ ও তাদের ঘুরে বেড়ানোর জন্য সমস্ত ফেসেলেটিজ রয়েছে। এখানে বেড়াতে এসে বাংলাদেশে নিযুক্ত কুটনৈতিকরা দেখে গেছেন। এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল তাদের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং তাদের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খ্যাতটি বিশ্বে পরিচিত করা।

আর রাতে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের রোশনী মহলে কুটনৈতিকদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে ও নৈশভোজে যোগদিতে এসে স্থানীয় সংসদ সদস্য ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, আমাদের এই এলাকাটা যে, পর্যটক বান্ধব উর্বর এলাকা; এটি কুটনৈতিকরা জেনে গেছেন এবং এ বিষয়টি তারা তাদের দেশের মানুষকে সুপারিশ করবেন। তিনি বলেন, কুটনৈতিকরা প্রকৃতি উপভোগের পাশাপাশি এ এলাকার সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানাদি উপভোগ করেও তারা অভিভুত হয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের কুটনৈতিক ও ৭টি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা দুই দিনের সফরে শ্রীমঙ্গল বেড়াতে আসেন। সফর শেষে শনিবার সকালে ও বিকেলে তারা ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin