শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন


প্রণোদনার চেক বিতরণ করতে কাল সিলেটে আসছেন তথ্যমন্ত্রী

প্রণোদনার চেক বিতরণ করতে কাল সিলেটে আসছেন তথ্যমন্ত্রী


শেয়ার বোতাম এখানে

 

স্টাফ রিপোর্ট:

বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কয়েক ঘন্টার ঝটিকা সফরে সিলেটে আসছেন । কাল বৃহস্পতিবার দুপুরে সিলেটে এসে রাত ৯টার মধ্যে তিনি ঢাকায় ফিরে যাবেন বলে জানাযায়।

তথ্যমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে থাকা উপসচিব আরিফ নাজমুল হাসান জানিয়েছেন, ঢাকা থেকে বিমানযোগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দুপুর ১২টা ২০ মিনিটে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সিলেট নগরীর মিরেরময়দানস্থ সিলেট বেতার কেন্দ্র পরিদর্শনে যাবেন।

এরপর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে মন্ত্রী বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করবেন তথ্যমন্ত্রী। রাত ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ফের ঢাকায় ফিরে যাবেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin