স্টাফ রিপোর্ট: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে নানা আয়োজনে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে সিলেটে পৃথকভাবে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা প্রসাশন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠনসমূহ এর যৌথ উদ্যোগে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত র্যালী অনুষ্ঠিত হয়। পরে সকালে সিলেট জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্ম্দ মেজবাহ উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে অবহলিত সমাজের উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজের বোঝা নয়। মেধা বিকাশে প্রতিবন্ধীরা প্রতিযোগিতা অংশ নিচ্ছে। প্রতিবন্ধীরাই পারে সমাজকে বদলে দিতে। প্রতিবন্ধী শিশুদের যত্নে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা এ ধরনের শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি তাদের সাধুবাদ জানান।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মো. লুৎফর আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ এর প্রধান নিবার্হী কর্মকর্তা দেবজিৎ সিংহ, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবন্নেছা হক, সিলেট প্রেসক্লাব এর সভাপতি ইকরামুল কবীর, অনুষ্ঠানের মূখ্য আলোচক শিশু বিকাশ কেন্দ্র সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর কনসালট্যন্ট ডাঃ শ্যামজয় দাস, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সমিতির সভাপতি জামিল চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীণ ডিএসএবল্ড ফাউন্ডেশন সিলেটের নিবার্হী পরিচালক মোঃ বায়োজিদ খান, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আতাউর রহমান খান শামসু। সিলেট জেলা সমাজসেবা কার্যালয় এর উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ এর স্বাগত বক্তব্য মাধ্যমে অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে সমাজ সেবা অফিসার মোঃ খলিলুর রহমান। গীতা পাঠ করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। ইশারা ভাষায় উপস্থাপনা করেন সিলেট সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের মোহাম্মদ ইবনে সাঈম খান। আলোচনা সভা শেষে ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, স্ট্রোক প্যারালাইজড এ জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬৭জন রোগীকে ৩৩লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হাসপাতালের অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে হাসপাতালের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। র্যালী শহর প্রদক্ষিণ শেষে হাসপাতল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
ডা: আর কে রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা: এ এফ এম নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: দেবপদ রায়, সহকারী পরিচালক ডা আবুল কালাম আজাদ।
আরো বক্তব্য রাখেন, ডা: অরুন কুমার বৈষ্ণব ( আর এস জেনারেল), ডা: সৈয়দ মুজর্তবা আলী ( আর পি শিশু), ডা: শাহরিয়ার খলিল চৌধুরী (আরপি চক্ষু), সেবা তত্বাবোধয়াক শিউলী আক্তার, উপসেবা তত্বাবোধয়ক রেনুয়ারা বেগম, বিএনএ’র সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিন আহমদ, ৪র্থ শ্রেনী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনা সভায় অটিজম সচেতনতা বিষয়ের উপর কে নোট উপস্থাপনা করেন ডা: মোঃ ইমদাদুল মাহফুর। ডা: আফরোজা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা: শ্রামল বর্মণ, ডা: আবু নাঈম মোহাম্ম্দ, ডা: বিপুল চন্দ্র ঘোষ, ডা: এস এম আসাদুজ্জামান জুয়েল, ডা: কৃষ্ণ কান্তি ভৌমিক,ডা: জাফরিন নাহিদ, ডাঃ সঞ্চিতা রানী সিংহ, ডাঃ কাওসার, পরিমল বণিক, পিএ রুহুল আমিন, ওয়ার্ড মাস্টার রওশান হাবিব, সাইফুল মালেক খাঁন, কিবরিয়া,আতাউর রহমান প্রমুখ।