শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন


প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগে আতালান্টা

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগে আতালান্টা


শেয়ার বোতাম এখানে

খেলা ডেস্ক
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের টিকিট কাটলো ইতালিয়ান সিরি আ ফুটবল লীগের ক্লাব আতালান্টা বিসি। শেষ দিনের রোমাঞ্চে সাসসুওলোকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করে আতালান্টা। অন্যদিকে এম্পোলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। এ জয়ে আতালান্টার সঙ্গে ইন্টার মিলানও চ্যাম্পিয়ন্স লীগের খেলা নিশ্চিত করেছে। এদিন স্পালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেলেও চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করেনিতে পারেনি এসি মিলান। টানা ছয় মৌসুম চ্যাম্পিয়ন্স লীগের বাইরে আসরে দ্বিতীয় সফল দলটি। সর্বোচ্চ ১৩ বার আসরে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে এসি মিলান।
আসরে জুভেন্টাস ও নাপোলি আগেই চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করেছে। বাকি ছিল তালিকা তৃতীয় ও চর্তুথ দলের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আতালান্টা। সমান পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মিলান। তাদের থেকে মাত্র এক পয়েন্ট কম নিয়ে তালিকার পঞ্চম স্থানে এসি মিলান।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin