শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন


প্রথম চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নাহিদ ইরফানের

প্রথম চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নাহিদ ইরফানের


শেয়ার বোতাম এখানে

বিনোদন প্রতিবেদক:
নারায়নগঞ্জের ছেলে নাহিদ ইরফান। মঞ্চ নাটক দিয়ে আমার অভিনয় শুরু। স্বপ্ন ছিলো রুপালি পর্দায় অভিনয়। তাই শুরুটা করেছেন চলচ্চিত্র দিয়ে।

সম্প্রতি তিনি নতুন একটি ছবিতে চুক্তিবন্ধ হয়েছে। ছবিটি নাম ‘তুই আমার জান’। এর মহরত হয়ে গেলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। ছবিতে প্রধান নায়ক হিসেবে পর্দায় দেখা যাবে তাকে। এতে নাহিদ ইফরান বিপরীতে অভিনয় করবেন নবাগত মৌ খান। ছবিটির নির্মাতা রাকিবুল আলম রাকিব।

নতুন ছবি প্রসঙ্গে নাহিদ বলেন, ‘তুই আমার জান’ সিনেমাটি রোমান্টিক ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আমি এক গরীব মায়ের সন্তান এবং পাহাড়ের জিব ড্রাইভার। আমি এক ধনীর আদুরে মেয়ের প্রেমে পড়ি। বাস্তবে যা হয় একজন ধনী মেয়ের সাথে গরিব ছেলের প্রেম মেনে নেয় না। তারপরই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ আমি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। সবার দোয়া ও ভালোবাসা থাকলে সেটা পারবো।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin