শুভ প্রতিদিন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। রোববার দুপুরে
বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা বিরোধীদলীয় নেতার পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে গণভবন কমপ্লেক্সের বাসভবনে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এদিকে, বাংলাদেশের আকাশে আজ ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১২ জুলাই থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে, আগামী ২১ জুলাই বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২১ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই। আগামী ১৯ জুলাই উদযাপিত হবে আরাফাতের দিন। চলমান করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ করা হচ্ছে না।
সৌদি সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরত লোকজনকে হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন।