স্টাফ রিপোর্ট:
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ আসর নগরীর মিরাজারস্থ সালমা বাসিতের বাসভবনে অনুষ্ঠিত হয়। কেক কাটা অনুষ্ঠানে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য বেগম শামছুন্নাহার মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, রেহানা পারভীন রেনু, প্রচার সম্পাদক শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, কোষাধ্যক্ষ নাজমা খাতুন চামেলী, মাধবী রানী ভট্রাচার্য্য, হামিদা খান লনি, হাসিান আক্তার,সাহিদা খাতুন তালুকদার, সোনারা বেগম, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কর্ সৈয়দা শাহনাজ মঞ্জুর ইভা প্রমুখ।