গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গোলাপগঞ্জের তিন জনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের প্রচেষ্টায় এ তিনজন অনুদান প্রাপ্ত হন।
বুধবার বিকেলে তিনি তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এম ওয়াদুদ এমরুল।
অনুদান প্রাপ্তরা হলেন, উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম চেরাগ উদ্দিনের স্ত্রী শিবলী বেগম, ঘাঘুয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন কুটলের অসুস্থ স্ত্রী, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মরহুম জাফরান আহমদের বড় ভাই পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ।