প্রতিদিন ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে ৮দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফরে গেলেন কুলাউড়ার কৃতিসন্তান আবু জাফর রাজু। তাঁর এই যাত্রায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করার জন্য প্রধানমন্ত্রীর সর্বাঙ্গীন সফলতা ও নিরাপদ যাত্রা কামনা করেছেন রাজুর এলাকা কুলাউড়াবাসী।
স্বাধীনতা পরবর্তী এই প্রথম কুলাউড়া উপজেলা থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হলেন সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল জব্বারের সূযোগ্য পুত্র প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে আটদিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। উল্লেখ্য এর পূর্বে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে চীন, যুক্তরাজ্য সফর করেন আবু জাফর রাজু।