শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন


প্রধানমন্ত্রী দেশের কাউকে অসহায় অবস্থায় থাকতে দিবেন না : বিশ্বনাথে বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রী দেশের কাউকে অসহায় অবস্থায় থাকতে দিবেন না : বিশ্বনাথে বিভাগীয় কমিশনার


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের কথা ভাবেন। বিষেশ করে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্টির কথা তিনি বেশি চিন্তা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কাউকেই অসহায় অবস্থায় থাকতে দিবেন না। তিনি সকলের জীবনমান উন্নয়নে কাজ করছেন। ইতিমধ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ বাড়ি উপহার দিয়েছেন। প্রতিবন্ধীদের জন্যও ভাতাসহ তাদের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রদানে বিশেষ প্রদক্ষেপ গ্রহণ করেছেন।

সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের ২৩৭ জন প্রতিবন্ধীদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এ কথাগুলো বলেন।

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ডিডি বিভাশ রঞ্জন দাশ, বিশ্নাথ থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, ইউপি সদস্য আছারুন নেছা, আবুল খায়ের, আবুল কাশেমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin