সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল দেশে পরিণত করেছেন: সরওয়ার হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল দেশে পরিণত করেছেন: সরওয়ার হোসেন


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকার যেভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তা অন্য সরকার করেনি। সবার উচিত সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল দেশে পরিণত করেছেন। তিনি সব সময় মানুষের জন্য করে যাচ্ছেন। পদ্মা সেতু নিয়ে অনেকে হাসাহাসি করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু তৈরি করে৷ এভাবে চাইলেই সবকিছু করা যায়।

তিনি সোমবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুলে ট্রাস্টের কার্যালয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অসহায়- দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন

প্রধান অতিথি আরো বলেন, সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত দিনেও মানুষের কল্যাণে কাজ করে গেছে। আজও তার ধারাবাহিকতা বজায় রেখেছে। তিনি এই ট্রাস্টের মত সমাজের অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য আহবান জানান।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফরহাদুর রবের সভাপতিত্বে ও আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এহসানুল ও স্বাগত বক্তব্য রাখেন আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জাবের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ কামরান হোসেন, কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ নুরুল আম্বিয়া, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াদুদ এমরুল, আমুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মস্তাক আহমদ, ইউপি সদস্য হোসেন আহমদ, কাওসার আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া সুলতান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ, সাংবাদিক সামিল হোসেন প্রমুখ।

এসময় ট্রাস্টের পক্ষ থেকে ৩ শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে রমজান উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin