শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন


প্রবাসী হাবীবের অর্থায়নে বিশ্বনাথ প্রতিবন্ধী স্কুলে শুকনো খাবার বিতরণ

প্রবাসী হাবীবের অর্থায়নে বিশ্বনাথ প্রতিবন্ধী স্কুলে শুকনো খাবার বিতরণ


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার নরশিংপুরস্থ ‘বিশ্বনাথ এইট ইউকে’ প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে এইট ইউকে সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের অর্থায়নে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

স্থানীয় কমিটির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান’র পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ এইট ইউকে সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ইমাদ উদ্দিন মাস্টার, স্থানীয় কমিটির কোষাধ্যক্ষ আজমল খান, সদস্য হাফিজ আরব খান, আব্দুল হান্নান, নুরুন্নাহার ইয়াছমিন, সাজ্জাদুর রহমান, ডা. রুবেল আহমদ, আব্দুল ওয়াহিদ।

স্কুলের ছাত্র ফয়সাল আহমদের কোরআন তেলাওয়াত ও শিক্ষক নুরুল ইসলাম নাহিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক ফখরুল ইসলাস দুদু, শিক্ষিকা শিল্পি বেগম, শাহানা বেগম, আমেনা বেগম প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্কুলের সাবেক প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমদ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin