বিশ্বনাথ প্রতিনিধি
প্রবাসে পশ্চিম বিশ্বনাথের উদ্যোগে সাড়ে ৪শ বন্যা কবলিতদের মাঝে ৫লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। (৮ জুলাই) শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের মিরেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া।
প্রবীণ মুরব্বি মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক কাওসার আহমদ বাপ্পির যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সমাজ সেবক আরশ আলী রেজা, আব্দুল মতিন, কাজি জামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য রফিক হাসান, যুক্তরাজ্য প্রবাসি হাবিবুর রহমান শিপু।
এসময় উপস্থিত ছিলেন, প্রবিণ মুরব্বি মির্জা রুস্তুম বেগ, সাবেক মেম্বার ইসমাঈল আলী, মাষ্টার সিরাজ উদ্দিন, মাওলানা সামসুল ইসলাম, শাহাব উদ্দিন, মছদ্দর আলী, প্রবাসি আব্দুল হক, আব্দুল মালিক, আবুল বসর, সালেহ আহমদ, শাহ কামাল, জাহাঙ্গির আলী, আব্দুল জলিল, সাহেদ আহমদ, আতিকুর রহমান, তাজুল আহমদ, কুদ্দুস আলী, জামাল মিয়া, সুহেল মিয়া, তজম্মুল আলী, রাসেল মিয়াসহ প্রমুখ।
অনুষ্ঠানে সাড়ে ৪শ পরিবারকে সাড়ে ৪লক্ষ টাকা দেয়া হয় এবং মীরের চর মাদরাসার এতিম ফান্ডে ৪০হাজার ও মাদরাসার শিক্ষক বেতন বাবৎ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।